শিরোনাম

দুদকের জালে ডিএনসিসি প্রশাসক এজাজ

নিজস্ব প্রতিবেদক
দুদকের জালে ডিএনসিসি প্রশাসক এজাজ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ (ছবি:সংগৃহীত)

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে তলব করেছে দুদক। ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে ২৯ জানুয়ারি তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সোমবার (২৬ জানুয়ারি) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত বছরের ২৭ নভেম্বর এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক ঈশিতা রনি স্বাক্ষরিত এক চিঠিতে অনুসন্ধান শুরুর বিষয়ে জানানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে দুদকের এক শীর্ষ কর্মকর্তা অনুসন্ধান শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক সূত্র জানায়, দুদক কমিশন অভিযোগটি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। অনুসন্ধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালককে (তদন্ত-১) একটি চিঠি দেওয়া হয়েছে।

গত বছরের ১২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।

/বিবি/