ব্রেকিং
টঙ্গীতে বিকাশ এজেন্টের প্রতিনিধিকে গুলি: ১৫ লাখ টাকা লুট
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে বিকাশ এজেন্টের প্রতিনিধিকে গুলি করে ১৫ লাখ ৭৭ হাজার টাকা লুট করা হয়েছে। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহত বিক্রয় প্রতিনিধি আজাদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, টঙ্গীবাজার ও আশপাশের এলাকার বিকাশ এজেন্টের দোকান থেকে টাকা সংগ্রহ করে আনারকলি রোড হয়ে টঙ্গীবাজার সেনাকল্যাণ ভবনের ‘জেএন্ডসন্স’ নামের বিকাশ এজেন্টের অফিসে যাচ্ছিলেন।

এ সময় দুর্বৃত্তরা আরিফের বুকে এক রাউন্ড গুলি করে। এছাড়া তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ১৫ লাখ ৭৭ হাজার টাকা ভর্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আরিফকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।