ব্রেকিং
হাদিকে নিয়ে লেখার পর হত্যার হুমকি পাচ্ছেন নির্মাতা অনন্য মামুন
নির্মাতা অনন্য মামুন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে লেখার পর থেকেই হত্যার হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন জনপ্রিয় নির্মাতা অনন্য মামুন।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ৩টা ১৯ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে অনন্য মামুন লিখেছেন, ‘হাদিকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার পর থেকে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তারা তো জানে না, হাদি আমার কাছে একটা ভালোবাসার নাম। আর মৃত্যুর ভয় কখনো পাই না। যেদিন পৃথিবীতে এসেছি, সেদিন-ই আল্লাহতায়ালা আমার মৃত্যুর তারিখ ঠিক করে রেখেছেন।’

প্রসঙ্গত, গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেল আরোহী আততায়ী চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার অস্ত্রোপচার হয়। এরপর এভারকেয়ার হাসপাতালে চারদিন সংকটজনক অবস্থায় থাকার পর উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্স তাকে সিঙ্গাপুরের নেয়া হয়। তার যাবতীয় ব্যয়ভার বহন করবে সরকার।