শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

সিটিজেন-ডেস্ক­
ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
সাগর মিয়া। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া শহরে গুলিবিদ্ধ যুবক সাগর মিয়া ওরফে রাজু (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সাগর মিয়া মুন্সেফপাড়া এলাকার আবু সাঈদের ছেলে। এর আগে গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় মুন্সেফপাড়া এলাকায় তাকে গুলি করে আহত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ফুলবাড়িয়া এলাকার সাগর ও মুন্সেফপাড়া এলাকার ইমন নামের এক যুবকের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরেই পরদিন বুধবার সন্ধ্যায় মুন্সেফপাড়া এলাকায় ইমন দলবল নিয়ে সাগরের ওপর হামলা করেন। এ সময় সাগরকে গুলি করা হলে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গুলির ঘটনায় সাগরের বাবা সদর মডেল থানায় একটি মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ এরই মধ্যে ৮ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।