শিরোনাম

মনোনয়ন না পেয়ে আক্ষেপ রুমিন ফারহানার

‘আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে’

ব্রাহ্মণবাড়িয়া-সংবাদদাতা
‘আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে’
রুমিন ফারহানা ও তার প্রতীক হাঁস। ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমার একটা হাঁসও যেন শেয়াল চুরি না করে। গুনে গুনে হাঁস আপনারা খোঁয়াড়ে তুলবেন। গত ১৫ বছর হাল চাষ করলাম, বীজ দিলাম, ধান লাগালাম। ফসল কাটার সময় যদি মরুভূমি আসে, কেমনটা লাগে? ঠিক আছে– আমার হাঁস, আমার চাষ করা ধানই খাবে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিনপাড়া এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমিন ফারহানা হাঁস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। দীর্ঘদিন বিএনপির রাজনীতি করে আসা এই নেত্রী এবার দলীয় মনোনয়ন পাননি। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের সময় রুমিন ফারহানা রূপক ভাষায় নিজের রাজনৈতিক পথচলার কথা তুলে ধরেন।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে মাঠে থেকে রাজনীতি করার পরও যদি ফসল ঘরে তোলার সময় সবকিছু হাতছাড়া হয়ে যায়, তবে সেটি একজন কর্মীর জন্য অত্যন্ত বেদনাদায়ক। তিনি রাজনীতিতে নিজের অবস্থান ও আদর্শে অটল থাকার কথা জানান।

গণসংযোগে উপস্থিত নেতাকর্মীরা রুমিন ফারহানার বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই তার প্রতি সমর্থন ও সহমর্মিতা প্রকাশ করেন।

/এসআর/