শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ার ৩ আসনে জামায়াতের প্রার্থিতা প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া-সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার ৩ আসনে জামায়াতের প্রার্থিতা প্রত্যাহার
জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহার করেন জামায়াতের তিন নেতা। ছবি: সংবাদদাতা

১০ দলীয় জোটের প্রার্থীদের প্রতি সমর্থন জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার তিনটি আসন থেকে জামায়াতে ইসলামীর ৩ প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তারা হলেন–ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মাওলানা মো. মোবারক হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মো. জোনায়েদ হাসান ও ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের অ্যাডভোকেট আব্দুল বাতেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিন জামায়াত নেতা আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করেন। দলের কেন্দ্রীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ও জোটের মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তারা জানিয়েছেন।

জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মাওলানা মোবারক হোসাইন বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার তিনটি আসনে আমাদের প্রার্থিতা প্রত্যাহার করেছি। আমরা বিশ্বাস করি, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে বিজয়ী হবে।

/এসআর/