শিরোনাম

চট্টগ্রামে তারেক রহমানের সমাবেশ, পলোগ্রাউন্ডে নেতাকর্মীদের ঢল

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রামে তারেক রহমানের সমাবেশ, পলোগ্রাউন্ডে নেতাকর্মীদের ঢল
প্রস্তুত চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠের মঞ্চ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। রবিবার (২৫ জানুয়ারি) ভোর থেকে কেউ আসছেন দলবেঁধে, কেউ কেউ রাত থেকেই অবস্থান নিয়েছেন মাঠে। সকালেও বিভিন্ন এলাাকা থেকে নেতাকর্মীদের আসতে দেখা গেছে।

মহাসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সমাবেশ স্থলের আশপাশ ছেঁয়ে গেছে ব্যানার-ফেস্টুনে। প্রায় দুই দশক পর তারেক রহমান চট্টগ্রামের মাটিতে পা রাখেন।

নেতাকর্মীরা জানান, তারেক রহমানকে কাছে থেকে একনজর দেখার ইচ্ছা তাদের অনেক দিনের। তাই সকাল সকাল পলোগ্রাউন্ড মাঠে উপস্থিত হয়েছেন।

সমাবেশ এলাকায় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

বিএনপি কর্মী মাহবুব হোসেন বলেন, তারেক রহমানকে চট্টগ্রামে সামনে থেকে দেখার অপেক্ষায় ছিলাম বহু বছর। আজ সেই অপেক্ষা শেষ হচ্ছে।

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী বলেন, আমরা রাত থেকেই সমাবেশের আশপাশে ছিলাম। আমাদের মতো অনেকেই ছিলেন।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের মাটিতে পা রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৭ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে যান। সেখানেই রাত্রিযাপন করেন তিনি।

দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

সর্বশেষ ২০০৫ সালে তারেক রহমান চট্টগ্রামে গিয়েছিলেন। সেই সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে তিনি নগরীর লালদিঘী ময়দানে জনসভায় বক্তব্য দিয়েছিলেন।

/এসআর/