ব্রেকিং
একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন ১০ বছরের নিঃসন্তান নারী
হাসপাতালে ডাক্তারের কোলে শিশুরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় ১০ বছর নিঃসন্তান থাকার পর একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এনি আক্তার। সোমবার (0৮ ডিসেম্বর) রাতে নগরীর পিপলস হাসপাতালে জন্ম নেয় তিনটি কন্যা ও দুটি পুত্র শিশু।

বর্তমানে পাঁচ নবজাতকই নগরীর পার্ক ভিউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতক ছেলে শিশুদের ওজন যথাক্রমে ১ কেজি ৬০০ গ্রাম, ১ কেজি ৫০০ গ্রাম ও ১ কেজি ৪০০ গ্রাম। কন্যাশিশু দুটির ওজন ১ কেজি করে, যা তুলনামূলক কম হওয়ায় বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। নবজাতকদের ন্যূনতম ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।

রাঙামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমি গণমাধ্যমকে জানান, এনি আক্তার ১০ বছর ধরে নিঃসন্তান থাকার কষ্টে ছিলেন। তাদের সংসারও ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। আর্থিকভাবে অসচ্ছ্বল হওয়া সত্ত্বেও কষ্ট করে চিকিৎসার ব্যয় বহন করেছেন তারা। একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম সত্যিই ব্যতিক্রমী ঘটনা।

দীর্ঘদিন পর একসঙ্গে পাঁচ সন্তানের আগমনে উচ্ছ্বসিত পরিবার।