ব্রেকিং
বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, কারাদণ্ড তিনজনের
বুধবার সকালে বগুড়া শহরের কালিতলা এলাকায় অভিযান চালিয়ে হেলালুজ্জামান, রফিকুল ইসলাম ও জাকারিয়াকে আটক করে র‍্যাব-১২। ছবি: সংগৃহীত

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ করেছেন ভ্রামমাণ আদালত। এ সময় গোডাউনের ম্যানেজারকে দুই লাখ টাকা অর্থদণ্ডসহ তিনজনকে কারাদণ্ড দেয়া হয়। বুধবার (১০ ডিসেম্বর) সকালে শহরের কালিতলা এলাকায় এ অভিযান চালায় র‍্যাব-১২। জব্দকৃত পলিথিন বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়া সদর উপজেলার আটাপাড়া এলাকার মৃত দুদু মণ্ডলের ছেলে মো. হেলালুজ্জামান (৪৫), নাটাইপাড়া এলাকার মৃত জাবেদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০) ও গোকুল এলাকার বাদলের ছেলে মো. জাকারিয়া (২২)।

র‍্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল এদিন সকাল ৯টার দিকে কালিতলা এলাকায় ভান্ডারী পাইপ ফ্যাক্টরি সংলগ্ন গোডাউনে অভিযান চালায়। অভিযানকালে গোডাউন থেকে ২৬ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। গোডাউনের ম্যানেজার মো. হেলালুজ্জামানসহ আটক তিনজনই জিজ্ঞাসাবাদে অবৈধ এই কাজের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার রশিদুল ইসলাম বলেন, আমরা এসে জানতে পারি আমিনুর ইসলাম শিবু নামে একজন দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করে আসছেন। মূল মালিককে এখানে পাওয়া যায়নি। এ কারণে ম্যানেজার হেলালুজ্জামানকে পরিবেশ সংরক্ষণ আইনে ২ লাখ টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তার দুই সহযোগীকেও বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ বলেন, পরিবেশ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মাহমুদুল হাসান।