ব্রেকিং
ফরিদপুর শহরের আলিমুজ্জামান বেইলি ব্রিজ শিগগিরই মেরামত
আলিমুজ্জামান বেইলি ব্রিজ। ছবি: সংগৃহীত

ফরিদপুর শহরের কুমার নদের ওপর অবস্থিত আলিমুজ্জামান বেইলি ব্রিজের মেরামত কাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে। বুধবার (১০ ডিসেম্বর) থেকে এই বেইলি ব্রিজ দিয়ে জনসাধারণের চলাচল নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, কুমার নদের ওপরে মুজিব সড়কে স্থাপিত ব্রিজটির এক পাশে ফরিদপুরের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হাজি শরিয়তুল্লাহ বাজার এবং অন্য পাশে ময়রাপট্টি, নিউ মার্কেট ও তিতুমীর বাজার। ২০১২ সালের অক্টোবরের দিকে রাতের আঁধারে ট্রাকের ভারে ব্রিজটি ধসে যায়।

স্থানীয় বাসিন্দা আনোয়ার বলেন, ব্রিজটি স্থায়ীভাবে নির্মাণ করা গেলে জন সাধারণের চলাচলের পাশাপাশি শহরের মধ্যে যানজট নিরসনেও বড় ভূমিকা রাখবে। এছাড়া হাজরা তলা মোড় থেকে ইমাম উদ্দিন স্কয়ার পর্যন্ত সড়ক প্রশস্ত করলে মানুষ উপকৃত হবে।

ফরিদপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার বলেন, বেইলি ব্রিজটির সংস্কার প্রয়োজন। এটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ এই ব্রিজটি ব্যবহার করেন। এরইমধ্যে ব্রিজটি সংস্কারের পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। শিগগিরই কাজ শুরু করা হবে।