ব্রেকিং
পিকআপ উল্টে সড়কে প্রাণ গেল দুই  জনের
পিকআপ

চট্টগ্রামের সীতাকুণ্ডে পানভর্তি পিকআপ উল্টে সড়কে প্রাণ গেল দুই জনের। আহত হয়েছেন আরও চার জন। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া মাইলের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পান ব্যবসায়ী কমল চৌধুরী (৫৭) ও সমীর চৌধুরী (৫৪)। গুরুতর আহত হয়েছেন একই এলাকার তপন চৌধুরী (৪৫), উজ্জ্বল চৌধুরী (৫১), ভোলা চৌধুরী (৫৫) ও বাদল (৪৫)। আহতদের মধ্যে তপন চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও গ্রামের কয়েকজন পানচাষি তাদের ক্ষেতের পান মিঠাছড়া বাজারে নিয়ে যাচ্ছিলেন। শনিবার রাতে পানভর্তি পিকআপটি সীতাকুণ্ড মাইলের মাথা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে কমল ও সমীর মারা যান।

সীতাকুণ্ড বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমিন বলেন, এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। তারা দুজনই পান ব্যবসায়ী। চালক কৌশলে গাড়ি রেখে পালিয়ে গেছেন।