শিরোনাম

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ‘স্ক্র্যাপ ইয়ার্ডে’ আগুন লাগে (ছবি: সংগৃহীত)

কক্সবাজার মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎকেন্দ্রের টাউনশিপ সংলগ্ন স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন দূর থেকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল।

মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ সেন সংবাদমাধ্যমকে বলেন, ‘তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে ভাগাড়ে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।’ রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছেন তিনি।

অগ্নিকাণ্ডে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

/টিই/