শিরোনাম

টেকনাফে পাহাড়ি এলাকা থেকে ছয় কৃষককে অপহরণ

নিজস্ব প্রতিবেদক
টেকনাফে পাহাড়ি এলাকা থেকে ছয় কৃষককে অপহরণ
হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার কোনাপাড়া সংলগ্ন পাহাড়ি অঞ্চলে অপহরণের ঘটনা ঘটে (ছবি: সংগৃহীত)

কক্সবাজারের টেকনাফ উপজেলার পাহাড়ঘেঁষা এলাকা থেকে স্থানীয় ছয়জন কৃষককে অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার কোনাপাড়া সংলগ্ন পাহাড়ি অঞ্চলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

অপহৃত কৃষকরা হলেন মোহাম্মদ জমির (৩২), শফি আলম (১৩), মোহাম্মদ আলম ওরফে মাহাত আলম (১৮), জাহিদ হোসেন ওরফে মুন্না (৩০) এবং মোজাহের (৬০)। তাদের মধ্যে পাঁচজন হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা। অপর একজনের পরিচয় নিশ্চিত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কৃষকরা পাহাড়ের পাদদেশে দিনমজুর হিসেবে কৃষিকাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে একদল সশস্ত্র দুর্বৃত্ত সেখানে উপস্থিত হয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নিয়ে যায়।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘পাহাড়ি এলাকা থেকে কয়েকজন কৃষক অপহরণের খবর পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং তাদের উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি চলছে।’

/টিই/