শিরোনাম

রাজধানীতে বিএইচ বিজনেস ক্লাবের শীতকালীন উদ্যোক্তা মেলা

সিটিজেন-ডেস্ক­
রাজধানীতে বিএইচ বিজনেস ক্লাবের শীতকালীন উদ্যোক্তা মেলা
রাজধানীর আফতাবনগরে বিএইচ বিজনেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন উদ্যোক্তা মেলা (ছবি: বিএইচ বিজনেস ক্লাব)

বিএইচ বিজনেস ক্লাবের উদ্যোগে রাজধানীর আফতাবনগরে ১৭ থেকে ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হলো শীতকালীন উদ্যোক্তা মেলা। আয়োজকেরা জানান, দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার এই সময়ে উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং তাদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করাই ছিল মেলার মূল উদ্দেশ্য।

তিন দিনব্যাপী এই মেলায় অংশ নেন পঞ্চাশেরও বেশি উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ী। একই ছাদের নিচে তারা নিজেদের পণ্য ও ব্র্যান্ড সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরেন। মেলায় পোশাক, গয়না, কসমেটিকস, শিশুদের পোশাক ও খেলনা এবং ঘর সাজানোর বিভিন্ন পণ্যের দোকান ছিল।

বিএইচ বিজনেস ক্লাবের উপদেষ্টা ফারজানা আফরিন সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘আমরা করব জয়’-এর উপদেষ্টা জহুরা হালিম লাভলী। তিনি বলেন, একই ছাদের নিচে পরিশ্রমী উদ্যোক্তাদের একত্র করা একটি সাহসী উদ্যোগ। সরকারি পর্যায়ে অনেক জায়গায় মেলা বন্ধ থাকায় বেসরকারি প্ল্যাটফর্মগুলোর এমন আয়োজন আরও বেশি প্রয়োজন।

বিএইচ বিজনেস ক্লাবের প্রতিষ্ঠাতা জান্নাতুল ফেরদৌস জান্নাত বলেন, উদ্যোক্তাদের পাশে থাকাই তাদের প্রতিটি আয়োজনের মূল লক্ষ্য। উদ্যোক্তাদের প্রচার ও বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করাই তাদের উদ্দেশ্য।

আয়োজকেরা জানান, উদ্যোক্তাদের জন্য একটি নির্ভরযোগ্য ও কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করাই বিএইচ বিজনেস ক্লাবের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও উদ্যোক্তাদের কল্যাণে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

মেলায় উদ্যোক্তাদের উৎসাহ বাড়াতে ছিল সংগীতানুষ্ঠান ও বিশেষ আকর্ষণ হিসেবে ফ্যাশন শো। বিনামূল্যে আয়োজিত এই ফ্যাশন শোতে একাধিক উদ্যোক্তা তাদের তৈরি পণ্য প্রদর্শনের সুযোগ পান। মেলায় অংশগ্রহণকারী প্রতিটি উদ্যোক্তাকে সম্মাননা হিসেবে ক্রেস্ট দেওয়া হয়।

/এসএ/