শিরোনাম

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে মৃত্যু

সিটিজেন-ডেস্ক­
খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে মৃত্যু
মারা যাওয়া ব্যক্তির আইডি কার্ড

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা শেষে হুড়োহুড়ি করে বের হওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়ে যান বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মো. নিরব হোসেন (৫৬)।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, ‘মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের কবরস্থান গেটের কাছে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার সঙ্গে থাকা লোকজন উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, মৃত ব্যক্তির কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্রের ছবির সঙ্গে তার চেহারায় মিল রয়েছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মো. নিরব হোসেন। বাবার নাম মতিউর রহমান মিঞা। ঠিকানা লেখা রয়েছে, ১৭৪ বড় মগবাজার, ডাক্তার গলি, শান্তিনগর, রমনা। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।

এসও