শিরোনাম

ই-ভ্যালির রাসেল ও শামীমা আবার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
ই-ভ্যালির রাসেল ও শামীমা আবার গ্রেপ্তার
ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন ছবি:সংগৃহীত

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।

‎ডিএমপি সূত্র জানায়, এর আগে ই-ভ্যালির গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শামীমা নাসরিন ২০২২ সালের এপ্রিলে এবং মোহাম্মদ রাসেল একই বছরের ডিসেম্বরে জামিনে মুক্তি পান।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাসেল ও শামীমার বিরুদ্ধে এখন পর্যন্ত ৩৯১টি গ্রেপ্তারি পরোয়ানার তথ্য পাওয়া গেছে। বিষয়টি যাচাই-বাছাই করে তাঁদের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গ্রেপ্তারের পর রাসেল ও শামীমাকে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

/বিবি/