শিরোনাম

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: আটক ৩

সিটিজেন-ডেস্ক­
কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: আটক ৩
বিস্ফোরণে ভবন বিধ্বস্ত হয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা তদন্তে তিন নারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছেন মাদ্রাসার মালিক পলাতক মোহাম্মদ আল আমিনের স্ত্রী আছিয়া খাতুন, আছিয়ার বড় ভাইয়ের স্ত্রী ইয়াসমিন আক্তার ও আসমানী খাতুন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, 'এ ঘটনায় আল-আমিন শেখসহ মোট ৭ জনের নাম উল্লেখ করে থানা একটি মামলা দায়ের করা হয়েছে।’

তদন্তের স্বার্থে আল আমিনের স্ত্রী আছিয়া, আছিয়ার বড় ভাইয়ের স্ত্রী ইয়াছমিন আক্তার ও আসমানী খাতুন ওরফে আসমাকে আটক করে পুলিশ।

ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় শুক্রবার দুপুরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মাদ্রাসার দুটি রুমসহ চারটি রুম ও ছাদের অংশ ধসে যায়। এই ঘটনায় দুই শিশুসহ আহত হয় চারজন।

ঘটনাস্থল থেকে পুলিশ বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্যাদি, ককটেলের মতো চারটি বস্তু, একটি ল্যাপটপ, দুইটি মনিটর ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। ঘটনার সঙ্গে কোন জঙ্গি তৎপরতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।