শিরোনাম

সাবেক প্রতিমন্ত্রী খালিদ ও মেয়র আসলামের বাড়িতে আগুন

সিটিজেন-ডেস্ক­
সাবেক প্রতিমন্ত্রী খালিদ ও মেয়র আসলামের বাড়িতে আগুন
আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আসলামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বোচাগঞ্জ উপজেলার ধনতলা এলাকায় তাদের বাড়িতে একদল লোক গিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, তাদের মাথায় হেল‌মেট ছি‌ল। হাতে লা‌ঠি‌সোঁটা ও দেশীয় অস্ত্র ছি‌ল।

অগ্নিকাণ্ডে দুটি বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দিনাজপুরের অতিরিক্ত পু‌লিশ সুপার (ক্রাইম) আনোয়ার হো‌সেন ব‌লেন, খবর পে‌য়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভি‌সের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ বিষ‌য়ে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।