শিরোনাম

ভাঙ্গায় সড়কে প্রাণ হারালো একই পরিবারের ৩ জন

সিটিজেন-ডেস্ক­
ভাঙ্গায় সড়কে প্রাণ হারালো একই পরিবারের ৩ জন
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ। ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তারা রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার চালতি বাড়ি এলাকার বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০), মেয়ে বিউটি বেগম (৩০) ও তাদের আত্মীয় একই উপজেলার রাজগঞ্জ গ্রামের রহমতুল্লাহর ছেলে নিশান (২৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কেশবপুর-যশোর থেকে ঢাকাগামী রোগী ও চালকসহ পাঁচজন নিয়ে অ্যাম্বুলেন্সে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নারীসহ ৩ জন প্রাণ হারান। এ সময় গুরুতর আহত হয়েছেন চালক কৃষ্ণ (৩০) ও রোকাইয়া বেগম (৪০)। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে গেছে।

পুলিশ অফিসার (এসআই) সোহেল রানা বলেন, সম্ভবত ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। ঘাতক ট্রাককে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।