শিরোনাম

ফরিদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক,-ফরিদপুর
ফরিদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক। ছবি: সিটিজেন জার্নাল

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে নওপাড়া প্রাণিসম্পদ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ট্রাক চালক রাশেদ শেখ ও সহযোগী নবীন শেখ। তারা দুজনই ফরিদপুর শহরতলীর ধলার মোড় এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় রাজবাড়ীগামী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকচালকের সহযোগী মারা যান। হাসপাতালে নেওয়ার পথে চালকের মৃত্যু হয়। আহত ১০ জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।

/এসআর/