শিরোনাম

ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন

নিজস্ব প্রতিবেদক,-ফরিদপুর
ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন
খন্দকার নাসিরুল ইসলাম (ছবি: সংগৃহীত)

ফরিদপুর-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়নপত্র বাতিলের দাবিতে আপিল করেছেন ওই আসনের অপর প্রার্থী শাহ মো. আবু জাফর। রবিবার (১১ জানুয়ারি) খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে এই আপিল দায়ের করেন শাহ মো. আবু জাফর।

আপিল নং ৬২০/২০২৬। আবু জাফর ফরিদপুর-১ আসনে জাতীয় ঐক্য ফ্রন্টের (এনডিএফ) প্রার্থী।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় খন্দকার নাসিরের দাখিল করা নথিপত্রে একাধিক গুরুতর অসঙ্গতি ধরা পড়ে। এর মধ্যে অন্যতম হলো, দাখিলকৃত আয়কর সনদ প্রার্থীর নিজের নামে ইস্যুকৃত ছিল না। এছাড়া আয়কর নথিতে দেওয়া তথ্যের সঙ্গে হলফনামায় প্রদত্ত তথ্যের স্পষ্ট অমিল পাওয়া গেছে।

নির্বাচনী আইন ও বিধিমালা অনুযায়ী, এ ধরনের ত্রুটি থাকলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়নপত্র বাতিলযোগ্য। অভিযোগ রয়েছে, রিটার্নিং অফিসার ও ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা আইন ও বিধির সমতা প্রয়োগ না করে খন্দকার নাসিরের মনোনয়নপত্র বাতিল না করে তা স্থগিত রাখেন। সেই সঙ্গে বিকেল চারটা পর্যন্ত সংশোধনের সুযোগ দেন।

শাহ মো. আবু জাফর দাবি করেন, খন্দকার নাসিরের মনোনয়নপত্র অসঙ্গতি রয়েছে। নির্বাচন কমিশন শুনানি শেষে সিদ্ধান্ত নিবেন।

শাহ মো. আবু জাফর বলেন, ‘একজন প্রার্থীকে বিশেষ সুবিধা দিয়ে মনোনয়ন টিকিয়ে রাখা হলে তা পুরো নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করে। আমি ন্যায়বিচারের জন্যই নির্বাচন কমিশনে গিয়েছি।’

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৭ জানুয়ারি দুপুরে শাহ মো. আবু জাফরের করা আপিলের শুনানি হবে। তখন জানা যাবে, খন্দকার নাসিরের মনোনয়ন টিকবে কি না।

বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে ভোটারের সংখ্যা ৫ লাখের বেশি। এখন সবার দৃষ্টি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকে।

/টিই/