শিরোনাম

দুই ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা

ফরিদপুর সংবাদদাতা
দুই ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা
ভ্রামমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম। ছবি: সিটিজেন জার্নাল

পরিবেশ আইন লঙ্ঘন করে ইট তৈরির অভিযোগে ফরিদপুরের ভাঙ্গায় দুটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যাণ আদালত। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে আদালত পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামের 'এম রহমান ইটভাটা' ও আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামের 'সুফিয়া ব্রিক্স' নামক দুটি ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে প্রয়োজনীয় অনুমোদন ও পরিবেশগত শর্ত ভঙ্গ হওয়ায় এই জরিমানা করা হয়।

এর মধ্যে এম রহমান ইটভাটা মালিক আব্দুর রহমানকে ১ লাখ টাকা এবং সুফিয়া ব্রিকসের মালিক সাইদুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করায় দুই ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জিহাদ হোসেন, ভাঙ্গা দমকল বাহিনী ও থানা পুলিশের সদস্যরা ।

/এসআর/