শিরোনাম

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

গাজীপুর সংবাদদাতা
শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকার পিয়ার আলী কলেজের পেছনের পুকুর থেকে বেশ কয়েকটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে এসব বোমা উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম জানান, সকালে তিন মাছ ব্যবসায়ী মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজের পুকুরে জাল টানতে নামেন। এ সময় জালে একটি ব্যাগ উঠে আসে। ব্যাগটি খোলার পর বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রেখেছে। বম্ব ডিসপোজাল ইউনিট বোমাগুলো পরীক্ষা ও নিষ্ক্রিয় করার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/