শিরোনাম

হবিগঞ্জে আড়াই হাজার কেজি জিরাসহ আটক ১

সিটিজেন-ডেস্ক­
হবিগঞ্জে আড়াই হাজার কেজি জিরাসহ আটক ১
জিরাসহ আটক ব্যক্তি। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে ভারত থেকে অবৈধভাবে আনা দুই হাজার ৮২০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় হাবিবুর রহমান (৫৫) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সদর উপজেলার লস্করপুরের ঢাকা-সিলেট মহাসড়কে রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হাবিবুর রহমান নওগাঁ জেলার সদর উপজেলার ফতেপুর গ্রামের হাসান আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে রেলক্রসিং সংলগ্ন থেকে ৯৪ বস্তায় ভরা ২ হাজার ৮২০ কেজি অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় জিরা জব্দ করা হয়। এ সময় জিরা বহনকারী হাবিবুর রহমানকে আটক করা হয়।

ডিবির অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান জানান, চোরাচালানে জড়িত আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।