শিরোনাম

খেয়ানতকারীর হাতে ভোটের আমানত তুলে দেওয়া যাবে না: গোলাম পরওয়ার

খুলনা সংবাদদাতা
খেয়ানতকারীর হাতে ভোটের আমানত তুলে দেওয়া যাবে না: গোলাম পরওয়ার
ডুমুরিয়ায় সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংবাদদাতা

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভোট একটি আমানত। এই আমানতকে উপযুক্ত ও সৎ ব্যক্তির হাতেই দিতে হবে। খেয়ানতকারীর হাতে ভোটের আমানত তুলে দিলে সেই খেয়ানতের দায় ভোটারদের ওপরই বর্তায়।

শুক্রবার (৯ জানুয়ারি) খুলনা-৫ আসনে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ভোট মানেই শক্তি। একজন রিকশাচালকের ভোটের মূল্য যেমন, ঠিক তেমনি রাষ্ট্রপতির ভোটের মূল্যও সমান। একটি ভোটে কেউ জিতে, একটি ভোটে কেউ হারে। আমার দেওয়া ভোটের কারণে কেউ যদি ক্ষমতা পেয়ে চুরি, দুর্নীতি ও অন্যায়ের সঙ্গে জড়ায়, তাহলে সেই গুনাহের অংশীদার আমিও। দ্বীনদার ও সৎ মানুষকে ভোট দিয়ে দায়িত্বে বসালে তিনি মানুষের কল্যাণে কাজ করবেন, সেই নেকির ভাগ ভোটাররাও পাবেন।

সংসদ নির্বাচন প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় সংসদ হচ্ছে– দেশের আইনসভা। ৩০০ জন সংসদ সদস্য যে আইন তৈরি করবেন, সেই আইন দিয়েই দেশ চলবে। অন্তত ১৫০টি আসনে সৎ, নামাজি ও আল্লাহ ভীরু মানুষ পাঠানো যায়, তাহলে রাষ্ট্রের প্রতিটি স্তরে ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা সম্ভব হবে। গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনার দায়িত্বে যারা ছিল, তাদের চরিত্র, সততা ও আদর্শের পরীক্ষা হয়ে গেছে।

তিনি কুরআনের সূরা আরাফের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, কোনো জাতি যদি ঈমান এনে আল্লাহকে ভয় করে রাষ্ট্র পরিচালনা করে, তাহলে আল্লাহ আকাশ ও পৃথিবীর সব বরকতের দরজা খুলে দেন। দলমত ভুলে অন্তত একবার দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।

জামায়াতের এই নেতা বলেন, হিন্দু ভাইদের ভয় দেখানো হচ্ছে– দাঁড়িপাল্লায় ভোট দিলে ধর্ম পরিবর্তন হয়ে যাবে, মেয়েরা বাইরে বের হতে পারবে না– এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। তিনি উদাহরণ দিয়ে বলেন, আমাদের এলাকায় হিন্দু অধ্যক্ষ, শিক্ষক ও কমিউনিটি নেতারা দায়িত্বে আছেন। তারা স্বাধীনভাবেই নিজ নিজ ধর্ম পালন করছেন। ইসলামী আন্দোলনের কোনো লোক হিন্দুদের বাড়ি দখল করে না, মিথ্যা মামলা দেয় না, জমি বা ঘের দখল করে না। বরং এসব করেছে গত ৫৪ বছর ধরে যারা রাষ্ট্রক্ষমতায় ছিলেন।