শিরোনাম

‘আমরা যদি বড়ো হতাম, ধানের শীষে ভোট দিতাম’

কুড়িগ্রাম সংবাদদাতা
‘আমরা যদি বড়ো হতাম, ধানের শীষে ভোট দিতাম’
শিক্ষার্থীদের অ্যাসেম্বলি। ছবি: সংবাদদাতা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপিতে ভোট দেওয়ার জন্য ব্যতিক্রমী প্রচারণা চালায়। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

শনিবার (২৪ জানুয়ারি) ছাত্রদলের প্রচারণার বিষয়টি জানিয়েছেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক সন্তোষ কুমার।

প্রধান শিক্ষকের দেওয়া তথ্যমতে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা ছাত্রদল ও শিলিগুড়ি ইউনিয়নের ছাত্রদলের কিছু নেতাকর্মী স্কুলে প্রবেশ করেন। ওই সময় শিক্ষার্থীদের অ্যাসেম্বলি চলছিল। ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত শিক্ষকদের বলেন, অ্যাসেম্বলিতে তারা কিছু কথা বলতে চান।

কথা বলার এক পর্যায়ে তারা শিশু শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমরা যদি বড় হতাম ধানের শীষে ভোট দিতাম। আমরা যদি ভোটার হতাম, ধানের শীষে ভোট দিতাম।’

ভিডিওতেও দেখা যায় , নেতাকর্মীরা অ্যাসেম্বলিতে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ করে বলছেন, ‘আমরা যদি বড় হতাম ধানের শীষে ভোট দিতাম। আমরা যদি ভোটার হতাম, ধানের শীষে ভোট দিতাম। আমরা যদি বড়ো হতাম, রানা ভাইকে ভোট দিতাম।’ তাদের সঙ্গে শিশু শিক্ষার্থীরাও এই স্লোগান উচ্চারণ করেন।

কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা। তার পক্ষেই ছাত্রদলের নেতাকর্মীরা এই প্রচারণা চালান।

এ বিষয়ে কথা বলতে উপজেলা ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিন্টুকে একাধিকবার মোবাইল ফোনে কল করলেও কোনো সাড়া মেলেনি। হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ পাঠালেও কোনো জবাব পাওয়া যায়নি।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো রুহুল আমিন বলেন, নির্বাচনী আচরণবিধি বিষয়টি দেখেন উপজেলা প্রশাসন। তবে আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি আছি।

/এসআর/