ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত, গ্রেপ্তার ২

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত, গ্রেপ্তার ২
ময়মনসিংহ সংবাদদাতা

ময়মনসিংহ-১ (হালুয়াঘাটা-ধোবাউড়া) আসনে বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে ধোবাউড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, শুক্রবার রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–উপজেলার উত্তর গামারীতলা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে আদম আলী এবং চন্দ্রকোনা গ্রামের মৃত আছম আলীর ছেলে দুলাল মিয়া।
হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-১ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সালমান ওমর রুবেল। তিনি হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যার পর উপজেলার এরশাদ বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে যান স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল। উদ্বোধন শেষে ফেরার পথে বিএনপি প্রার্থী প্রিন্সের সমর্থকরা নজরুল ইসলামের ওপর হামলা চালায়। তাকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নজরুল ইসলাম উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রামসিংহপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক ছিলেন।
সালমান ওমর রুবেল বলেন, ‘কার্যালয় উদ্বোধন করে বের হওয়ার সময় অতর্কিত হামলা চালায় প্রিন্স ভাইয়ের লোকজন। হামলায় আমার কর্মী নজরুল আহত হন। পরে হাসপাতালে মারা যান। এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে দাবি জানাচ্ছি।’
হামলার অভিযোগ অস্বীকার করে এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আমি হালুয়াঘাটের ব্যাপারটা নিয়ে পুরোপুরি অবগত নই। প্রাথমিকভাবে যতটুকু শুনেছি, এটা তাদের পারিবারিক একটা সমস্যা নিয়ে ঝামেলা। এটাকে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করা হচ্ছে।’
ধোবাউড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহ-১ (হালুয়াঘাটা-ধোবাউড়া) আসনে বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে ধোবাউড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, শুক্রবার রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–উপজেলার উত্তর গামারীতলা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে আদম আলী এবং চন্দ্রকোনা গ্রামের মৃত আছম আলীর ছেলে দুলাল মিয়া।
হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-১ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সালমান ওমর রুবেল। তিনি হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যার পর উপজেলার এরশাদ বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে যান স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল। উদ্বোধন শেষে ফেরার পথে বিএনপি প্রার্থী প্রিন্সের সমর্থকরা নজরুল ইসলামের ওপর হামলা চালায়। তাকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নজরুল ইসলাম উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রামসিংহপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক ছিলেন।
সালমান ওমর রুবেল বলেন, ‘কার্যালয় উদ্বোধন করে বের হওয়ার সময় অতর্কিত হামলা চালায় প্রিন্স ভাইয়ের লোকজন। হামলায় আমার কর্মী নজরুল আহত হন। পরে হাসপাতালে মারা যান। এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে দাবি জানাচ্ছি।’
হামলার অভিযোগ অস্বীকার করে এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আমি হালুয়াঘাটের ব্যাপারটা নিয়ে পুরোপুরি অবগত নই। প্রাথমিকভাবে যতটুকু শুনেছি, এটা তাদের পারিবারিক একটা সমস্যা নিয়ে ঝামেলা। এটাকে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করা হচ্ছে।’
ধোবাউড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত, গ্রেপ্তার ২
ময়মনসিংহ সংবাদদাতা

ময়মনসিংহ-১ (হালুয়াঘাটা-ধোবাউড়া) আসনে বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে ধোবাউড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, শুক্রবার রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–উপজেলার উত্তর গামারীতলা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে আদম আলী এবং চন্দ্রকোনা গ্রামের মৃত আছম আলীর ছেলে দুলাল মিয়া।
হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-১ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সালমান ওমর রুবেল। তিনি হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যার পর উপজেলার এরশাদ বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে যান স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল। উদ্বোধন শেষে ফেরার পথে বিএনপি প্রার্থী প্রিন্সের সমর্থকরা নজরুল ইসলামের ওপর হামলা চালায়। তাকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নজরুল ইসলাম উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রামসিংহপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক ছিলেন।
সালমান ওমর রুবেল বলেন, ‘কার্যালয় উদ্বোধন করে বের হওয়ার সময় অতর্কিত হামলা চালায় প্রিন্স ভাইয়ের লোকজন। হামলায় আমার কর্মী নজরুল আহত হন। পরে হাসপাতালে মারা যান। এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে দাবি জানাচ্ছি।’
হামলার অভিযোগ অস্বীকার করে এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আমি হালুয়াঘাটের ব্যাপারটা নিয়ে পুরোপুরি অবগত নই। প্রাথমিকভাবে যতটুকু শুনেছি, এটা তাদের পারিবারিক একটা সমস্যা নিয়ে ঝামেলা। এটাকে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করা হচ্ছে।’
ধোবাউড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।




