শিরোনাম

নালিতাবাড়ীতে বিদেশি মদসহ দুই যুবক আটক

শেরপুর সংবাদদাতা
নালিতাবাড়ীতে বিদেশি মদসহ দুই যুবক আটক
আটককৃত দুই যুবক। ছবি: সিটিজেন জার্নাল

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ি সীমান্ত এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল বিদেশি মদ, চাইনিজ কুড়াল ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪।

রবিবার (৪ জানুয়ারি) ভোরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বটতলা খ্রিস্টান মিশন মোড় এলাকার মধুটিলা ইকোপার্কগামী সড়ক থেকে তাদের আটক করে র‌্যাব।

আটককৃত ব্যক্তিরা হলেন- নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা গ্রাামের নুরুল ইসলামের ছেলে মো. শামিম আহম্মেদ (২২) ও একই উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের গ্রামের আবুল হোসেনের ছেলে ছামিদুল ইসলাম সাব্বির (১৯)।

র‌্যাব সূত্র জানায়, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্ত সড়কে একদল মাদক পাচারকারী চক্র ভারতীয় মদ ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই সীমান্ত সড়কের বারোমারী মিশন বটতলায় সোয়াইবা হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারের পূর্ব পাশে সড়কে অভিযান চালায় র‌্যাব-১৪। এ সময় দুইজন মাদক কারবারিকে ৩৬৯ বোতল বিদেশি মদ, একটি সুজকি ১৫০ সিসি মোটরসাইকেলসহ একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে। উদ্ধারকৃত মদের মূল্য ১৬ লাখ টাকা এবং মোটরসাইকেলের মূল্য আড়াই লাখ টাকা।

র‌্যাব সুত্র আরো জানায়, আটককৃত আসামিদের শেরপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

/এসআর/