শিরোনাম

কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও

মনোহরদী-(নরসিংদী) সংবাদদাতা
কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও
দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন মনোহরদীর ইউএনও মুহাইমিন আল জিহান। ছবি: সিটিজেন জার্নাল

নরসিংদীর মনোহরদীতে হাড়কাঁপানো শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এ মুহাইমিন আল জিহান। কম্বল নিয়ে রাতে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের কাছে যান তিনি।

জানা যায়, বৃহস্পতিবার রাতে বাসস্ট্যান্ড, বিভিন্ন বাজার, এতিমখানা ও ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে নিজের হাতে কম্বল জড়িয়ে দেন মানুষের গায়ে। রাতের নিস্তব্ধতায় সরকারি এই উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শীতার্ত মানুষ।

কম্বল পেয়ে আনোয়ারা বেগম বলেন, এই শীতে কেউ খোঁজ না নিলেও ইউএনও নিজে এসে কম্বল দিয়েছেন। কম্বল পেয়ে আমি অনেক খুশি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ মুহাইমিন আল জিহান জানান, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট অনুভব করেই রাতে কম্বল নিয়ে তাদের কাছে ছুটে গিয়েছি। রাস্তার পাশে, প্রত্যন্ত গ্রামে প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে কম্বল দেন তিনি।