


আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে বড় বড় তোরণ, বিলবোর্ড ও ব্যানার স্থাপন করায় শনিবার সারজিস আলমকে শোকজ করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রার ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মৃদু শৈত্যপ্রবাহের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। হিমালয় থেকে আসা হিম শীতল বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত সাধারণ মানুষ।

শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা। প্রচণ্ড শীতল বাতাস ভোগান্তিতে পড়েছে নিম্নআয়ের শ্রমজীবী মানুষ।

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের প্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) ভোর ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসি

এ অবস্থায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে দিনমজুর ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষদের। ভোরের তীব্র ঠান্ডায় মাঠে-ঘাটে কাজে বের হওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

এর আগে মঙ্গলবার জেলায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াস।

শীত মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, তবে ঘন কুয়াশা না থাকায় দৃশ্যমানতা স্বাভাবিক ছিল।

কুয়াশা কিছুটা কমলেও উত্তরের হিমেল বাতাসে জেলাজুড়ে শীত অনুভূত হচ্ছে ভোর থেকে সকাল পর্যন্ত।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস