শিরোনাম

সুন্দরবনে হরিণ শিকারের ২১০ ফাঁদ উদ্ধার

সাতক্ষীরা সংবাদদাতা
সুন্দরবনে হরিণ শিকারের ২১০ ফাঁদ উদ্ধার
হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করে বনরক্ষীরা। ছবি: সংবাদদাতা

সাতক্ষীরায় বন বিভাগের অভিযানে হরিণ শিকারের ২১০টি অবৈধ ফাঁদ উদ্ধার করা হয়েছে।

রবিবার ( ১৮ জানুয়ারি) সাতক্ষীরা ফরেস্ট রেঞ্জার ফজলুল হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনে অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছে বনরক্ষীরা। তবে অভিযানের খবর পেয়ে শিকারিরা পালিয়ে যায়।

সাতক্ষীরা ফরেস্ট রেঞ্জার ফজলুল হক বলেন, 'উদ্ধার করা ফাঁদ ধ্বংস করা হয়েছে। অবৈধ শিকার বন্ধে বন বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

/এসআর/