শিরোনাম

সুনামগঞ্জে ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ২

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ২
আটক দুই ব্যক্তি। ছবি: সিটিজেন জার্নাল

সুনামগঞ্জে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ শেখ নাসির বিড়িসহ দুই জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ ।

গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের জামরুয়াইল গ্রামের আনসার আলীর ছেলে তারেক ইসলাম (১৯), একই উপজেলার দিগলী চাকলপাড়া গ্রামের জফির আলীর ছেলে আব্দুল করিম (২০)।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর রাতে সদর মডেল থানার এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার দিরাই রোড সংলগ্ন চৌরাস্তা মোড়ে একটি পিকআপে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ২ লাখ ১০ হাজার শলাকা শেখ নাসির উদ্দিন বিড়িসহ তাদেরকে গ্রেপ্তার করেন।

সদর মডেল থানার ওসি মো. রতন সেখ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

জেলা পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানিয়েছেন, মাদকসহ জেলার যে কোন ধরনের অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ জিরো টলারেন্স রয়েছে। এছাড়াও মাদক চোরাচালান প্রতিরোধসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না হয়, সেদিকে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

বিষয়:

অভিযান