শিরোনাম

মানবতাবিরোধী অপরাধ

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিচার শুরুর আদেশ

নিজস্ব প্রতিবেদক
ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিচার শুরুর আদেশ
ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। এই ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন– অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ওবায়দুল কাদের ছাড়া অপর আসামিরা হলেন– আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। সব আসামি পলাতক থাকায় অভিযোগ পড়ে শোনানোর প্রয়োজন হয়নি। তাদের অনুপস্থিতিতে বিচারকাজ চলবে।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা উপস্থিত ছিলেন। আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী লোকমান হাওলাদার ও ইশরাত জাহান।

পরে প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপরে আদেশের দিন ধার্য ছিল। মাননীয় ট্রাইব্যুনাল এই ৭ জনের বিরুদ্ধেই অভিযোগ গঠন করেছেন।

তাদের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে তাজুল বলেন, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী আন্দোলনকারীদেরকে উদ্দেশ করে ‘রাজাকারের বাচ্চা’, ‘রাজাকারের নাতি-পুতি’ বলে সম্বোধন করে উসকানিমূলক বক্তব্য দেন, যার প্রেক্ষিতে আন্দোলনকারীরা ফুঁসে ওঠে এবং আন্দোলন আরো তীব্রতর হয়।’

তাজুল বলেন, এই উসকানিমূলক বক্তব্যকে সমর্থন করে ওবায়দুল কাদের সারাদেশের ছাত্রলীগ, যুবলীগকে আরো ‘উসকানি এবং নির্দেশনা’ দেন, যার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনকারীদের উপরে হামলা হয়। তিনি বলেছিলেন, এই আন্দোলনকারীদের দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট। এরপরে আমরা দেখতে পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে।

জুলাই আন্দোলন দমনে হত্যা, উসকানি ও নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে। মানবতাবিরোধী অপরাধে ১৮ ডিসেম্বর অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একই দিন সকালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

৮ জানুয়ারি পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র আইনজীবী নিয়োগ করে। ১৮ জানুয়ারি প্রসিকিউশন ও আসামিপক্ষ আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করে।

/এফসি/