শিরোনাম

বুধবার পোশাক কারখানা ছুটি ঘোষণা

জ্যেষ্ঠ-প্রতিবেদক
বুধবার পোশাক কারখানা ছুটি ঘোষণা
আগামীকাল সাধারণ ছুটি ঘোষণার নির্দেশ দিয়েছে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। ছবি: সিটিজেন কোলাজ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠনগুলো। তার প্রতি সম্মান জানিয়ে বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), নিট পোশাক মালিকদের সংগঠন (বিকেএমইএ) এবং টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) যৌথভাবে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। শ্রম আইন অনুযায়ী সরকারি সব ছুটি শিল্পকারখানার জন্য বাধ্যতামূলক না হলেও, সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ সদস্যভুক্ত সব কারখানায় আগামীকাল এক দিনের ছুটি পালনের বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেন, 'বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পোশাকশিল্প পরিবার গভীরভাবে মর্মাহত। দেশ একজন কালজয়ী দেশপ্রেমিক নেতাকে হারালো। বিশেষ করে তৈরি পোশাকশিল্পের বিশ্বব্যাপী প্রসারে তাঁর সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্তগুলো এই খাতের অগ্রযাত্রায় মাইলফলক হয়ে থাকবে।'

পৃথক এক শোকবার্তায় বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, 'বিটিএমএর পরিচালনা পর্ষদ ও সব সদস্য মিলের পক্ষ থেকে আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।'