শিরোনাম

বুধবার ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক
বুধবার ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন বন্ধ
ছবি: সিটিজেন গ্রাফিক্স

ব্যাংক হলিডে উপলক্ষে আগামীকাল বুধবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। একই কারণে দেশের প্রধান দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্চ (সিএসই) এদিন লেনদেন বন্ধ রাখবে।

বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী প্রতি বছর ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ‘ব্যাংক হলিডে’ হিসেবে চিহ্নিত থাকে। এ ছুটি মূলত আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা এবং বার্ষিক হিসাবনিকাশ সম্পন্ন করার জন্য পালন করা হয়।

প্রচলিত নিয়ম অনুযায়ী, অর্থবছরের প্রথম দিন ১ জুলাই এবং পঞ্জিকা বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ব্যাংকের সব ধরনের গ্রাহক লেনদেন বন্ধ থাকে। তবে এ সময় ব্যাংকের অভ্যন্তরীণ দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকে। হিসাব মিলানোর প্রয়োজনে সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকলেও গ্রাহক লেনদেন সম্পন্ন করা হয় না।

ব্যাংক হলিডেতে বাংলাদেশ ব্যাংকও কোনো ব্যাংকের সঙ্গে বা ব্যাংক ও গ্রাহকের মধ্যে লেনদেন পরিচালনা করে না। তবে গ্রাহক নির্ধারিত সীমার মধ্যে এটিএম কার্ড ব্যবহার করে নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।

অন্যদিকে পুঁজিবাজারে শেয়ার কেনাবেচার নিষ্পত্তি ব্যাংকের মাধ্যমে হওয়ায় ব্যাংক বন্ধ থাকলে শেয়ারবাজারের লেনদেনও স্থগিত থাকে। সেই কারণে বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ার কেনাবেচা বন্ধ থাকবে। তবে এ দিনে পুঁজিবাজারের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।