শিরোনাম

আজ থেকে রেকর্ড দামে স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক
আজ থেকে রেকর্ড দামে স্বর্ণ
ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড গড়েছে। সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে নতুন এই দাম কার্যকর হবে। দেশের বাজারে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ মূল্য।

এর আগে, বুধবার (১৪ জানুয়ারি) রাতের একটি বিজ্ঞপ্তিতে বাজুস দেশের বাজারে সোনার নতুন দাম ঘোষণা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম এখন ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২৪ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা, এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকায় বিক্রি হচ্ছে। এই নতুন দাম বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যে বাধ্যতামূলকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হারে পার্থক্য থাকতে পারে।

এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি দেশের বাজারে সোনার দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ১৯৯ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা নির্ধারণ করা হয়। সেই সাথে, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২১ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা, এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৬ হাজার ৮৮১ টাকায় বিক্রি হয়েছিল। এই দাম অনুযায়ী ১৩ ও ১৪ জানুয়ারি দেশের বাজারে সোনা বিক্রি হয়েছে।

চলতি বছরের প্রথম ১৫ দিনে দেশের বাজারে এটি ৭মবার সোনার দাম সমন্বয়। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৫ বার এবং কমানো হয়েছে ২ বার। ২০২৫ সালে দেশের বাজারে সোনার দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে দাম বাড়ানো হয়েছিল ৬৪ বার এবং কমানো হয়েছিল ২৯ বার।

/জেএইচ/