এনপিএর ১৭৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

এনপিএর ১৭৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক

জুলাই স্পিরিট নিয়ে গঠিত পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের (এনপিএ) ১৭৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়েছে।
গত সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) ঘোষিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে নাভিদ নওরোজ শাহ এবং সদস্য সচিব হিসেবে তৌহিদ হোসেনকে মনোনীত করা হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন তাদের নাম ঘোষণা করেন।
নাভিদ নওরোজ একজন আইনজীবী এবং তৌহিদ হোসেন পেশায় উন্নয়ন কর্মকর্তা। প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আবদুল্লাহ আল ফয়সাল। তিনি পেশায় ইনভেস্টমেন্ট ব্যাংকার। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন খন্দকার আল ইমরান নাঈম। তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
এনপিএর ১৭৭ সদস্যের আহ্বায়ক কমিটিতে কর্পোরেট কর্মকর্তা, উন্নয়ন পেশাজীবী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিক্ষক, শিল্পীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ রয়েছেন। তাদের সমন্বয়ে গঠিত এই আহ্বায়ক কমিটি দেশের পেশাজীবী সমাজকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেইসঙ্গে জুলাই স্পিরিটের আদর্শ বাস্তবায়নে কার্যকর অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স আগামী দিনে পেশাজীবীদের অধিকার ও মর্যাদা রক্ষায় সক্রিয়ভাবে কাজ করবে। একইসঙ্গে জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং দেশ গঠনে গঠনমূলক ও ইতিবাচক উদ্যোগ গ্রহণের মাধ্যমে এটি একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য পেশাজীবী প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে।
নেতারা আরও বলেন, পেশাজীবীদের ঐক্য, সম্পৃক্ততা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই জুলাই স্পিরিটের চেতনা বাস্তবায়ন সম্ভব।
প্রসঙ্গত, গত বছরের ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এনপিএ। সংগঠনটির লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে আগামী এক বছরের জন্য এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

জুলাই স্পিরিট নিয়ে গঠিত পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের (এনপিএ) ১৭৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়েছে।
গত সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) ঘোষিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে নাভিদ নওরোজ শাহ এবং সদস্য সচিব হিসেবে তৌহিদ হোসেনকে মনোনীত করা হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন তাদের নাম ঘোষণা করেন।
নাভিদ নওরোজ একজন আইনজীবী এবং তৌহিদ হোসেন পেশায় উন্নয়ন কর্মকর্তা। প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আবদুল্লাহ আল ফয়সাল। তিনি পেশায় ইনভেস্টমেন্ট ব্যাংকার। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন খন্দকার আল ইমরান নাঈম। তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
এনপিএর ১৭৭ সদস্যের আহ্বায়ক কমিটিতে কর্পোরেট কর্মকর্তা, উন্নয়ন পেশাজীবী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিক্ষক, শিল্পীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ রয়েছেন। তাদের সমন্বয়ে গঠিত এই আহ্বায়ক কমিটি দেশের পেশাজীবী সমাজকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেইসঙ্গে জুলাই স্পিরিটের আদর্শ বাস্তবায়নে কার্যকর অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স আগামী দিনে পেশাজীবীদের অধিকার ও মর্যাদা রক্ষায় সক্রিয়ভাবে কাজ করবে। একইসঙ্গে জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং দেশ গঠনে গঠনমূলক ও ইতিবাচক উদ্যোগ গ্রহণের মাধ্যমে এটি একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য পেশাজীবী প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে।
নেতারা আরও বলেন, পেশাজীবীদের ঐক্য, সম্পৃক্ততা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই জুলাই স্পিরিটের চেতনা বাস্তবায়ন সম্ভব।
প্রসঙ্গত, গত বছরের ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এনপিএ। সংগঠনটির লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে আগামী এক বছরের জন্য এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

এনপিএর ১৭৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক

জুলাই স্পিরিট নিয়ে গঠিত পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের (এনপিএ) ১৭৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়েছে।
গত সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) ঘোষিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে নাভিদ নওরোজ শাহ এবং সদস্য সচিব হিসেবে তৌহিদ হোসেনকে মনোনীত করা হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন তাদের নাম ঘোষণা করেন।
নাভিদ নওরোজ একজন আইনজীবী এবং তৌহিদ হোসেন পেশায় উন্নয়ন কর্মকর্তা। প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আবদুল্লাহ আল ফয়সাল। তিনি পেশায় ইনভেস্টমেন্ট ব্যাংকার। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন খন্দকার আল ইমরান নাঈম। তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
এনপিএর ১৭৭ সদস্যের আহ্বায়ক কমিটিতে কর্পোরেট কর্মকর্তা, উন্নয়ন পেশাজীবী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিক্ষক, শিল্পীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ রয়েছেন। তাদের সমন্বয়ে গঠিত এই আহ্বায়ক কমিটি দেশের পেশাজীবী সমাজকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেইসঙ্গে জুলাই স্পিরিটের আদর্শ বাস্তবায়নে কার্যকর অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স আগামী দিনে পেশাজীবীদের অধিকার ও মর্যাদা রক্ষায় সক্রিয়ভাবে কাজ করবে। একইসঙ্গে জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং দেশ গঠনে গঠনমূলক ও ইতিবাচক উদ্যোগ গ্রহণের মাধ্যমে এটি একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য পেশাজীবী প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে।
নেতারা আরও বলেন, পেশাজীবীদের ঐক্য, সম্পৃক্ততা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই জুলাই স্পিরিটের চেতনা বাস্তবায়ন সম্ভব।
প্রসঙ্গত, গত বছরের ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এনপিএ। সংগঠনটির লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে আগামী এক বছরের জন্য এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।



