শিরোনাম

আজ থেকে সর্বোচ্চ দামে স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক
আজ থেকে সর্বোচ্চ দামে স্বর্ণ
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৮ হাজার ৩৩৯ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ মূল্য।

বুধবার (২১ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। আজ বৃহস্পতিবার থেকে নতুন এই দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৯ হাজার ৬৫২ টাকা।

স্বর্ণের পাশাপাশি বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেট প্রতি গ্রাম রুপার দাম ৫৯০ টাকা; ২১ ক্যারেট প্রতি গ্রাম ৫৬০ টাকা; ১৮ ক্যারেট প্রতি গ্রাম ৪৮০ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি গ্রামের দাম ৩৬০ টাকা।

/জেএইচ/