
বুধবার (২১ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন এ মূল্য বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৩৪০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ৫২ হাজার টাকা ছাড়িয়েছে। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, বৈশ্বিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সোনার মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন নির্ধারিত দামে

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতিতে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর সোনার দাম সর্বোচ্চ ছিল দুই লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা।

চলতি বছর দেশের বাজারে পঞ্চমবারের মতো সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম ৩ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২ দফা।

বৈশ্বিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে। বৈশ্বিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৪৪৭ ডলার নেমেছে।

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম ভরি প্রতি ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা নির্ধারিত হয়েছে।

সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে।

গৃহস্থালীর রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) কোনো ঘাটতি নেই বলে দাবি করেছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

নাগরকি সংলাপ
দীর্ঘদিন ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রায় মারাত্মক চাপ সৃষ্টি করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বাস্তবসম্মত ও সমন্বিত পরিকল্পনার দাবি জোরালো হচ্ছে।

বিদায়ী বছরের শেষ মাস ডিসেম্বরেও বেড়েছে মূল্যস্ফীতি। নভেম্বরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ, ডিসেম্বরে তা বেড়েছে হয়েছে ৮ দশমিক ৪৯ শতাংশ। দ্রব্যমূল্যের এ অস্বস্তি নিয়েই শেষ হলো ২০২৫ সাল।

এর আগে সর্বশেষ গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা থেকে ৫৩ টাকা বাড়িয়ে ১৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এই মূল্য আজ (৪ জানুয়ারি) সন্ধ্যা থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন বছর অর্থাৎ ২০২৬ সালের প্রথম দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে দেশের বাজারে কমছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ২ হাজার ৭৪১ টাকা। এর ফলে এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা হয়েছে।

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫৭৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে দুই লাখ ২৯ হাজার টাকা ছাড়িয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম।

চলতি বছরে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বাড়ায় বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। বৈদেশিক মুদ্রাবাজারের ভারসাম্য বজায় রাখতে ধারাবাহিকভাবে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক।