শিরোনাম

আজ থেকে রেকর্ড দামে স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক
আজ থেকে রেকর্ড দামে স্বর্ণ
ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনা ও রুপার দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ চার হাজার ১৯৯ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেট) সোনা বিক্রি হবে দুই লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকায়।

এর আগে সোমবার (১৯ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সোনার মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য বেড়ে দুই লাখ ২৮ হাজার ৩১ টাকা করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

এদিকে সোনার পাশাপাশি রুপার দামেও রেকর্ড গড়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের রুপার ভরি ছয় হাজার ২৪০ টাকা। ২১ ক্যারেটের রুপার ভরি পাঁচ হাজার ৯৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার ভরি পাঁচ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৮৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

/জেএইচ/