ব্রেকিং
সপ্তাহজুড়েই চাপে দেশের দুই পুঁজিবাজার
ডিএসই লেনদেন হওয়া ৩৮৩টি কোম্পানির মধ্যে মাত্র ৪৫টির দর বেড়েছে, ৩২৫টির কমেছে, আর ১৩টির ছিল অপরিবর্তিত। সিএসইতে লেনদেন হওয়া ২৮৬ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ২০০টির।

রাজনৈতিক অনিশ্চয়তা ও আর্থিক খাত পুনর্গঠনের প্রভাব পড়েছে দেশের দুই পুঁজিবাজারে। গত সপ্তাহজুড়ে (৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর) দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন উভয়ই ছিল নিম্নমুখী। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে ২ দশমিক ৮২ শতাংশ, আর দৈনিক গড় লেনদেন কমেছে প্রায় ২২ শতাংশ। সব খাতেই এসেছে নেতিবাচক রিটার্ন।

ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদনে দেখা যায়, ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ১৪১ দশমিক ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৮৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে নির্বাচিত কোম্পানিগুলোর সূচক ডিএস–৩০ কমেছে ৪২ দশমিক ৪৮ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ডিএসইএস কমেছে ৩২ পয়েন্ট।

গত সপ্তাহে ডিএসইতে ৩৮৩টি সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর মধ্যে মাত্র ৪৫টির দর বেড়েছে, ৩২৫টির কমেছে, আর ১৩টির ছিল অপরিবর্তিত। সূচকের পতনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, লাফার্জহোলসিম বাংলাদেশ, ওয়ালটন হাই-টেক ও পদ্মা অয়েলের শেয়ার।

পাঁচ কার্যদিবসে ডিএসইর দৈনিক গড় লেনদেন নেমে এসেছে ৪১১ কোটি টাকায়, যা আগের সপ্তাহের তুলনায় ২১ দশমিক ৬৪ শতাংশ কম। বাজার বিশ্লেষকদের মতে, সার্বিক পরিস্থিতিতে বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার প্রবণতা কমে যাওয়ায় বাজারে চাপ দেখা দিয়েছে।

খাতভিত্তিক লেনদেনে বস্ত্র খাত ছিল শীর্ষে। ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ৬০ শতাংশই এসেছে এই খাত থেকে। এর পরেই প্রকৌশল, ওষুধ–রসায়ন, খাদ্য ও জ্বালানি–বিদ্যুৎ খাতের অবস্থান। তবে সব খাতেই এসেছে নেতিবাচক রিটার্ন। এর মধ্যে সেবা ও আবাসন খাতের পতন সবচেয়ে বেশি—১১ দশমিক ৮৮ শতাংশ।

বাজার বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা ও আর্থিক খাত পুনর্গঠনের প্রভাব বিনিয়োগকারীদের মনোভাবকে আরও সতর্ক করে তুলেছে। ফলে গত সপ্তাহে বাজার নিম্নমুখী ছিল।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র। সাপ্তাহিক হিসেবে সিএএসপিআই সূচক কমেছে ২ দশমিক শূন্য ৭ শতাংশ এবং সিএসসিএক্স কমেছে ১ দশমিক ৯৬ শতাংশ। সিএসইতে গেল সপ্তাহে লেনদেন হয়েছে ৫৭ কোটি ৭৪ লাখ টাকার, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় অর্ধেক।

সিএসইতে লেনদেন হওয়া ২৮৬ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ২০০টির।