
বুধবার (২৪ ডিসেম্বর ) ডিবিএর পক্ষ থেকে সংগঠনের প্রেসিডেন্ট জনাব সাইফুল ইসলাম এক বিবৃতিতে জনাব তারেক রহমানকে স্বাগত ও অভিনন্দন জানান।

এখন থেকে দেশের অন্যতম শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্টের সকল শাখা থেকে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা পাবে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সদস্য ও তাদের পরিবার।

সূচকের পতনের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ১০ হাজার ৫০২ কোটি টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ৪০ কোটি ৮৬ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নুজহাত আনোয়ারের নিয়োগ অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রেনাটা পিএলসি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রেফারেন্স শেয়ার ইস্যু করে মোট ৩২৫ কোটি টাকা উত্তোলন করেছে।

বিদায়ী সপ্তাহে (৭–১১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের তালিকায় শীর্ষে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম।

“সম্প্রতি পুঁজিবাজারে পাঁচটি তালিকাভুক্ত ব্যাংক একীভূত করা হয়েছে এবং আরও নয়টি আর্থিক প্রতিষ্ঠান অবসান হতে যাচ্ছে।

নিম্নমুখী সূচক ও লেনদেন
রাজনৈতিক অনিশ্চয়তা ও আর্থিক খাত পুনর্গঠনের প্রভাব পড়েছে দেশের দুই পুঁজিবাজারে। গত সপ্তাহজুড়ে (৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর) দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন উভয়ই ছিল নিম্নমুখী।

নতুন পর্ষদের দায়িত্ব গ্রহণ করে প্রেসিডেন্ট সাইফুল ইসলাম ডিবিএ সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

পুঁজিবাজারে নতুন আতঙ্ক
দেশের আর্থিক খাতে একের পর এক অস্থিরতা চলছে। নতুন করে আবার আতঙ্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী আটটি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বিলুপ্তির পর্যায়ে পৌঁছেছে—এমন ঘোষণা আসতেই নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুঁজিবাজারে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পরিচালক হিসেবে মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী পুনরায় নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার (২৬ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এতে কমেছে সবগুলো মূল্যসূচক। একই সঙ্গে লেনদেনেও নেমে এসেছে ভাটা।

পুঁজিবাজারের মধ্যস্থতাকারী আরও আট প্রতিষ্ঠানের নেতিবাচক ইক্যুইটি ও অবাস্তব লোকসানের বিপরীতে প্রভিশন সংরক্ষণ এবং সমন্বয়ে শর্তসাপেক্ষে সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্টক ব্রোকার–ডিলার ও মার্চেন্ট ব্যাংক।

দেশের পুঁজিবাজারে ১০ বছর মেয়াদি নতুন একটি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ইস্যু করা নতুন এই বন্ডের মাধ্যমে সরকার ২ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেছেন, দেশের পুঁজিবাজারের সমস্যার দরজা-জানালা খুলতে রুলস হওয়ার আগেই সমাধান খুঁজতে হবে। আজ বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে বুধবার ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’


অবৈধ অর্থে শেয়ার ক্রয়ের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় আদালতের নির্দেশে এই জব্দের আদেশ কার্যকর করা হয়।

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে বড় ধরনের দরপতন দেখা গেছে। সপ্তাহজুড়ে শেয়ারদর পতনের চাপ বাড়তে বাড়তে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যেসব শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, তার চেয়ে ২১ গুণ বেশি সিকিউরিটিজের দর কমেছে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘অভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণ করে অর্থনীতিকে গভীর গহ্বর থেকে উদ্ধার করা ছিল আ
