ব্রেকিং
পেঁয়াজ আমদানির অনুমতির পরিমান বাড়ানো হচ্ছে
পেঁয়াজের বাজার সহনীয় রাখতে ১৩ ডিসেম্বর থেকে প্রতিদিন ২০০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করবে সরকার। ছবি: সংগৃহীত

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) থেকে প্রতিদিন ২০০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে পূর্বের ন্যায় সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেয়া হবে। শুক্রবার (১২ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ০১ আগস্ট ২০২৫ থেকে যে সকল আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন শুধু আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। এতে আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।