ব্রেকিং
ফার্মগেটে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
ফার্মগেটে সড়ক অবরোধের দৃশ্য। ছবি: সিটিজেন জার্নাল

প্রায় দুই ঘণ্টা পর রাজধানীর ফার্মগেটের সড়ক ছেড়েছেন তেজগাঁও কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে সড়ক থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস ফিরে যান শিক্ষার্থীরা।

এর আগে ওই কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার দাবিতে ফার্মগেট মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এই বিক্ষোভ শুরু হয়। এতে ফার্মগেটসহ আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। সড়কে তীব্র যানজট তৈরি হয়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

জানা যায়, ৬ ডিসেম্বর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় তিনজন শিক্ষার্থী আহত হন। তাঁদের মধ্যে উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র সাকিবুল হাসান রানা পাঁচ দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মারা যান।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মনির বলেন, ১৮ বছর বয়সী নিহত সাকিবুল হাসান রানা কলেজটির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় এখনও মামলা হয়নি।