ব্রেকিং
আততায়ীদের ধরতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ছবি: সিটিজেন জার্নাল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির আততায়ীদের আগামী ৪৮ ঘণ্টার ভেতরে গ্রেপ্তার করতে সরকারকে আল্টিমেটাম দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

তিনি বলেন, ‘৪৮ ঘণ্টার ভেতরে যদি হাদির আততায়ীদের গ্রেপ্তার করতে না পারে, তাহলে ১৫ তারিখ আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই সরকারের বিরুদ্ধে কঠিন আন্দোলনের ডাক দিবো।’

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ‘ওসমান হাদি আমাদের জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি। জুলাই বিপ্লবকে নিয়ে অনেক ষড়যন্ত্র করার পরেও যে পরাজিত হয়নি, তার প্রমাণ হচ্ছে হাদি।’

তিনি বলেন, ‘জুলাই আমার কাছে বিপ্লব এবং সেই বিপ্লবকে আমি ধারণ করি। সেই বিপ্লবের মূল স্লোগান ছিলো- ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’। আজকে ক্ষমতায় যাওয়ার জন্য যারা দিল্লি এবং আওয়ামী লীগকে নিয়ে আসতে চায়, তাদেরকে বলবো- হাদি কিন্তু শুরু এবং শেষ নয়, এরপরের বুলেট আপনাদের জন্য অপেক্ষা করছে।’

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে মাহমুদুর রহমান বলেন, ‘তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা বুঝেনি। তাদের জবানে লাগাম দেওয়ানো যায়নি। তারা ক্ষমতায় যাওয়ার জন্য এমনভাবে একে অপরের পেছনে লেগেছে, এই সুযোগে পতিত ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদ আবারো বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।’

সুশীলরা বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করে গেছে মন্তব্য করে তিনি বলেন, ‘তাদের কারণে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে। সুতরাং সুশীলদের চরিত্র বদলানোর সুযোগ নেই। সুশীলদের বিরুদ্ধে লড়াই করে হাদি যে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলো, সেই লড়াইকে আমাদের সফল করতে হবে। স্বাধীনতার পতাকা নিয়ে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘কালচারাল ফ্যাসিজমকে মোকাবেলা করার জন্য হাদি একটা সেন্টার তৈরি করার উদ্যোগ নিয়েছিলো। আমি সকলের সামনে ঘোষণা করতে চাই- আজ থেকে আমি হাদির এই সেন্টারের দায়িত্ব নিলাম। এই কালচারাল সেন্টার আমি সামনের দিকে চালিয়ে নিয়ে যাবো।’