শিরোনাম

‘মবতন্ত্রবিরোধী’ থিমে ঢাবির জগন্নাথ হলে সরস্বতী পূজার মণ্ডপ

ঢাবি প্রতিনিধি
‘মবতন্ত্রবিরোধী’ থিমে ঢাবির জগন্নাথ হলে সরস্বতী পূজার মণ্ডপ
ঢাবির সাংবাদিকতা বিভাগের পূজামণ্ডপে ‘মবতন্ত্রবিরোধী’ থিম ব্যবহার করে সামাজিক সহিংসতা ও উগ্রতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। ছবি: সিটিজেন জার্নাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের সরস্বতী পূজায় এবার ব্যতিক্রমী বার্তা তুলে ধরা হয়েছে। পূজামণ্ডপে ‘মবতন্ত্রবিরোধী’ থিম ব্যবহার করে সামাজিক সহিংসতা, গুজবনির্ভর উগ্রতা ও দলবদ্ধ উন্মাদনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সরস্বতী পূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত পূজামণ্ডপে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে এই ভিন্নধর্মী আয়োজন দেখা যায়।

মণ্ডপজুড়ে বিভিন্ন প্রতীকী শিল্পকর্ম ও পোস্টারের মাধ্যমে ‘মব জাস্টিস’, সামাজিক সহিংসতা এবং সহনশীলতার অভাবের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়েছে। আয়োজকদের মতে, ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে মানবিক মূল্যবোধ, যুক্তিবোধ ও সহনশীলতার পক্ষে অবস্থান নেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

আয়োজকেরা জানান, এই মণ্ডপে সমসাময়িক নানা সামাজিক ও মানবিক ইস্যু প্রতীকীভাবে উপস্থাপন করা হয়েছে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে রাখা হয়েছে জলপাই গাছের ছোট ডাল। সংস্কৃতি সংগঠনের ভবনে হামলার প্রতিবাদ জানাতে প্রদর্শন করা হয়েছে একটি ভাঙা হারমোনিয়াম। চা শ্রমিকদের ন্যায্য মজুরির দাবির প্রতীক হিসেবে রাখা হয়েছে চা সংগ্রহের পাত্র ও একতারা।

আয়োজকদের একজন সৌভিক রোহিত সিটিজেন জার্নালকে বলেন, ‘বাংলাদেশে সব ধরনের মব কালচার, পত্রিকা অফিসে হামলা, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই মণ্ডপ তৈরি করা হয়েছে। আমরা চাই ধর্মীয় উৎসবের মাধ্যমে সমাজে মানবিক ও ন্যায়ভিত্তিক বার্তা পৌঁছে দিতে।’

/এসএ/