শিরোনাম

গ্রিস উপকূল থেকে বাংলাদেশিসহ ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

সিটিজেন-আন্তর্জাতিক-ডেস্ক
গ্রিস উপকূল থেকে বাংলাদেশিসহ ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
গ্রিসের কাছে অভিবাসনপ্রত্যাশী নৌকা উদ্ধার। ফাইল ছবি (এএফপি)

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে পৃথক দুটি অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ৪০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড ও উদ্ধারকারী সংস্থা। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশের সময় নৌযানগুলো বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়লে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। খবর এএনএ নিউজ এজেন্সির।

গ্রিক কোস্টগার্ডের তথ্যমতে, অতিরিক্ত যাত্রী বহন ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা একাধিক নৌকা থেকে এসব অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে নারী ও শিশুসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। পরে সবাইকে নিকটবর্তী নিরাপদ বন্দরে নেওয়া হয়, যেখানে তাদের প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীদের জাতীয়তা যাচাইয়ের কাজ চলছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিবাসীদের কিছু পোস্ট থেকে জানা গেছে, এই দুই নৌকায় অনেক বাংলাদেশি ছিলেন।

গ্রিক প্রশাসন জানায়, মানবপাচারকারী চক্রগুলো ভূমধ্যসাগরীয় রুট ব্যবহার করে অভিবাসনপ্রত্যাশীদের জীবন ঝুঁকিতে ফেলে ইউরোপে পাঠাচ্ছে। এ ঘটনায় পাচারচক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত আরও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি গ্রিসে অভিবাসনপ্রত্যাশীর চাপ বেড়েছে। এই পরিস্থিতিতে উপকূলীয় এলাকায় নজরদারি ও উদ্ধার তৎপরতা আরও শক্তিশালী করেছে দেশটির কোস্টগার্ড।

সূত্র: এএনএ নিউজ এজেন্সি