শিরোনাম

বিশ্বরঙয়ের আর্ট অ্যান্ড ক্রাফট প্রদর্শনী আজ

নিজস্ব প্রতিবেদক
বিশ্বরঙয়ের আর্ট অ্যান্ড ক্রাফট প্রদর্শনী আজ
ছবি: সিটিজেন গ্রাফিক্স

বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি ও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্যের মানোন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘বিশ্বরঙ’ নিবেদিত ‘শিল্পভূমি’ আয়োজন করতে যাচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট প্রদর্শনী–২০২৬।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর যমুনা ফিউচার পার্কে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

১৯৯৮ সাল থেকে বিশ্বরঙয়ের কারিগর ও প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্যের গুণগত মান উন্নয়ন, সমস্যা সমাধান ও উদ্যোক্তা হিসেবে সফল হয়ে ওঠার দিকনির্দেশনা দিয়ে আসছেন। গত ৩১ বছর ধরে উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে গড়ে ওঠা ‘বিশ্বরঙ উদ্যোগ ফোরাম’ এবং ‘শিল্পভূমি’ উদ্যোক্তাদের একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তাদের পণ্য উন্নয়ন ও ব্র্যান্ডিং নিয়ে নিয়মিত আলোচনা করা হয় এবং পণ্যের মান নির্ধারণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। প্রদর্শনীতে উদ্যোক্তারা সরাসরি সাধারণ ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করবেন, যা উদ্যোক্তা ও ক্রেতার মধ্যে সরাসরি সম্পৃক্ততা তৈরি করবে বলে আয়োজকদের প্রত্যাশা।

এর আগে বিশ্বরঙয়ের উদ্যোগে ২০২৪ সালের সেপ্টেম্বরে নিজস্ব শোরুমে ‘সংহত হাত’ শীর্ষক তিনদিনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। একই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হয় ‘হাতে হাত’ শীর্ষক সহযোগী প্রদর্শনী। ২০২৫ সালে বিসিক ভবনে আয়োজন করা হয় ‘সংহত রূপে রঙ’ প্রদর্শনী। এসব আয়োজনের ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মেগা আর্ট অ্যান্ড ক্রাফট প্রদর্শনী।

প্রদর্শনীটি যমুনা ফিউচার পার্কের জোন-সি, দোকান নং–০১৪ (নিচতলা)-তে অনুষ্ঠিত হবে।

উদ্যোক্তাদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রখ্যাত অভিনয়শিল্পী রোজী সিদ্দিকী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খ্যাতিমান চিত্রশিল্পী সৈয়দ জাহিদ ইকবাল। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্বরঙ-এর কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহাসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

আয়োজকদের মতে, এই প্রদর্শনী উদ্যোক্তাদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং শিল্প, নকশা ও সংস্কৃতির সমন্বয়ে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

/জেএইচ/