শিরোনাম

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
ফাইল ছবি।

দেশে গত একদিনে (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১২০ জন রোগী ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪১৩ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

bigStoryContent

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ১২০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, ঢাকা বিভাগে ৬, ঢাকা উত্তর সিটিতে ১০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮ জন, খুলনা বিভাগে ৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ১ জন, সিলেট বিভাগে ২ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১ লাখ দুই হাজার ৭৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।