শিরোনাম

ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ; নিহত ৬

সিটিজেন-আন্তর্জাতিক-ডেস্ক
ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ; নিহত ৬
লাগামহীন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও তীব্র অর্থনৈতিক সংকটের প্রতিবাদে ইরানে বিক্ষোভ। ছবি: ঝুমা প্রেস ভায়া দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

ইরানে লাগামহীন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও তীব্র অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ক্রমেই সহিংস রূপ ধারণ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

খবরে বলা হয়, দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, লোরেস্তান প্রদেশের আজনা শহরে চলমান বিক্ষোভে অন্তত তিনজন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছেন। আজনা শহরটি রাজধানী তেহরান থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিভিন্ন সড়কে আগুন জ্বলছে। সেইসঙ্গে গুলির শব্দ শোনা যাচ্ছে। বিক্ষোভকারীরা ‘লজ্জা নেই! লজ্জা নেই!’ স্লোগান দিচ্ছেন।

এর আগে ফার্স জানায়, চাহারমাহাল ও বাখতিয়ারি প্রদেশের লোরদেগান শহরে বিক্ষোভে দুজন নিহত হয়েছেন। শহরটি তেহরান থেকে প্রায় ৪৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

ফার্সের খবরে বলা হয়, কিছু বিক্ষোভকারী গভর্নরের কার্যালয়, মসজিদ, শহীদ ফাউন্ডেশন, টাউন হল এবং কয়েকটি ব্যাংকসহ বিভিন্ন সরকারি ভবনে পাথর নিক্ষেপ করেন। পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

অনলাইনে প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা রাস্তায় জড়ো হয়েছেন এবং পেছনে গুলির শব্দ শোনা যাচ্ছে।

এর আগে বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, পশ্চিমাঞ্চলীয় কুহদাশত শহরে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন।

চ্যানেলটি লোরেস্তান প্রদেশের উপ-গভর্নর সাঈদ পুরালি’র উদ্ধৃতি দিয়ে জানায়, ‘কুহদাশত শহরের ২১ বছর বয়সি বাসিজ সদস্য জনশৃঙ্খলা রক্ষার সময় দাঙ্গাকারীদের হাতে নিহত হয়েছেন।’

বাসিজ হলো ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-সংশ্লিষ্ট একটি স্বেচ্ছাসেবী বাহিনী।

উল্লেখ্য, গত রবিবার থেকে মুদ্রার অবমূল্যায়ন ও দ্রুত বাড়তে থাকা মূল্যস্ফীতির বিরুদ্ধে সরকারের নীতির প্রতিবাদে দোকানিরা রাস্তায় নামার পর থেকেই এ বিক্ষোভের সূচনা হয়।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/

বিষয়:

ইরান